প্রবল জলের তোড়ে ভেঙে গেল জাতীয় সড়ক। ফলে মুর্শিদাবাদের ফারাক্কার সঙ্গে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ল। ঝাড়খণ্ডের পাহাড় থেকেই নদীর জল প্রবল বেগে ঢুকে পড়ে ফারাক্কার নিশিন্দ্রা কাটান এলাকায়। ফলে ফারাক্কা-ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী ৮০ নম্বর জাতীয় সড়কের একটি অংশ ভেঙে ধুঁয়ে মুছে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক। NTPC কর্তৃপক্ষের দাবি, যেখানে ভাঙন হয়েছে সেখানে নতুন ব্রিজ তৈরির জন্য জেলা শাসকের তহবিলে টাকা দিয়েছিল কেন্দ্র। কথা ছিল রাজ্য সরকার সেই টাকায় নিজেদের দায়িত্বে টেন্ডার ডেকে ব্রিজ নির্মাণ করবে। কিন্তু সেই ব্রিজের কাজ শুরুই হয়নি। এবার ওই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের একটি অংশ জলের তোড়ে ভেসে যাওয়ায় সমস্যায় পড়েছে NTPC কর্তৃপক্ষ। ওই রাস্তা দিয়েই তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আসত ঝাড়খণ্ড থেকে।
Post a Comment
Thank You for your important feedback