ক্যাপ্টেন হিসেবে আইপিএলে তাঁর শততম ম্যাচ জিতলেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার আবু ধাবিতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ানসের ১৬৩ রান তাড়া করে জয় পেলেন ক্যাপ্টেন কুল। এর আগে টানা পাঁচবার মু্ম্বইযের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, আইপিএলে তাদের উদ্বোধনী ম্যাচের আটটিতেই হেরেছে মুম্বই। চেন্নাইয়ের আম্বাতি রায়াডু আর ফ্লাফ দু প্লাসি করেছেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি। তার জেরেই ৫ উইকেটে হার হয়েছে মুম্বইয়ের। তার আগে চেন্নাইয়ের ওপেনার শেন এয়াটসন আর মুরলী বিজয় অল্প রানে প্যাভেলিয়নে ফেরেন। চারপরই হাল ধরেন দু প্লাসি আর রায়াডু। দুজনে মিলে গড়েন ১১৫ রানের পার্টনারশিপ।
এছাড়া, ভালো খেলেছেন স্যাম কুরান। জয়ের কাছে পৌঁছে ধোনি তাঁর আগে ব্যাট করতে পাঠান কুরানকে। কুরান ৬ বলে ১৮ রান করেন। টসে জিতে ধোনি ফিল্ডিং নেওয়ার পর মুম্বই শুরুটা করেছিল ভালোই। রোহিত ১০ বলে ১২ আর কুইন্টন ডি কক ২০ বলে ৩৩ রান করেন। প্রথম ৫ ওভারের মধ্যেই ওঠে ৪৬ রান। পরপর তাঁরা আউট হলে সৌরভ তিওয়ারি আর সূর্যকুমার যাদবের ব্যাটে তৃতীয় উইকেটে হয় ৪৪ রানের পার্টনারশিপ। অল্পসময়েই ফিরে যান হার্দিক পান্ডিয়াও। রবীন্দ্র জাদেজা ১৫তম ওভারে তুলে নেন সৌরভ আর হার্দিকের উইকেট। তারপরে আর সুবিধে করতে পারেনি রোহিতের দল। চেন্নাইয়ের সবথেকে সফল বোলার লুঙ্গি এনগিডি। ৩৮ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। জাদেজা পেয়েছেন ৪২ রানে ২ উইকেট।
Post a Comment
Thank You for your important feedback