পুলিশের বাজেয়াপ্ত উট পড়ল খালে, তুলতে হিমশিম এলাকাবাসীর

 

 একটি ট্রাকে ঠেসাঠেসি করেই সুদূর রাজস্থান থেকে আনা হচ্ছিল বেশ কয়েকটি উট। বকরি ঈদের উদ্দেশ্যেই আনা হয়েছিল উটগুলি। ওই উট বোঝাই ট্রাকটি বারুইপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করেছিল। ট্রাকে মোট ঠেসাঠেসি করে রাখার ফলে অসুস্থ হয়ে আগেই মারা যায় তিন-চারটি উট। বাকি উটগুলি রাখা হয়েছিল বারুইপুর উত্তরভাগ এলাকার সত্যানন্দ মহাপীঠ আশ্রমের মাঠে। স্থানীয় মানুষদের দাবি মোট ৮টি উট রাখা হয়েছিল ওই মাঠে। কিন্তু অভিযোগ পুলিশের তরফে ঠিকমতো দেখভাল এবং অযত্নে আরও চারটি উট মারা যায় বারুইপুরে। এলাকাবাসীই তাঁদের ঘাসপাতা জোগাড় করে খেতে দিচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কোনওভাবে একটি উট খালের জলে পড়ে যায়। সেখান থেকে বের হতে না পারায় উটটি প্রবলভাবে চিৎকার করতে থাকে। আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এরপর এলাকার যুবকরাই ওই খালের জলে নেমে কোনও রকমে উদ্ধার করে ডাঙায় তোলে উটটিকে। এই নিয়ে যথেষ্টই ক্ষোভ তৈরি হয়েছে বারুইপুর উত্তরভাগ এলাকায়। তাঁদের বক্তব্য, কেন পুলিশ-প্রশাসন উটগুলির যত্ন নিচ্ছে না? কেনই বা তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করছে না। 


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post