ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে তিনদিন বন্ধ শিয়ালদা উড়ালপুল

 

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুরঙ্গ খোঁড়ার কাজ চলছে বউবাজার থেকে শিয়ালদা পর্যন্ত। আবার শিয়ালদা মেট্রো স্টেশনও প্রায় তৈরি, সেখানে শুরু হবে লাইন পাতার কাজ। এই জন্য অক্টোবরের শুরুতেই তিনদিন বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। আগামী ২, ৩ ও ৪ অক্টোবর বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল। যদিও এই তিনদিন ছুটির দিন। ২ অক্টোবর গান্ধি জয়ন্তী, আর ৩-৪ হল শনি-রবিবার। তাই গুরুত্বপূর্ণ এই উড়ালপুল বন্ধ থাকলে খুব একটা অসুবিধার মুখে পড়বেন না নিত্যযাত্রীরা।

তবুও কয়েকটি বিকল্প রাস্তা তৈরি রাখছে কলকাতা ট্রাফিক পুলিশ। খুব শীঘ্রই এই বিকল্প রাস্তার বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিআরসিং হাসপাতাল ও শিয়ালদহ বিগ বাজারের দিকে দীর্ঘদিন ধরেই মেট্রোর কাজ চলছে। এবার ব্রিজের নীচ দিয়ে লাইন পাতার কাজও সেরে ফেলতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। যাতে দ্রুত সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু করা যায়। আর বউবাজারের মতো বিপর্যয় যাতে না হয় তার জন্যই শিয়ালদা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা গিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post