রোজভ্যালি নিয়ে সিবিআই-ইডি দ্বন্দ্ব

রোজভ্যালির তদন্ত নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে সিবিআই আর ইডি মধ্যে। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর থেকে আদালতের নির্দেশে ঠিক হয়, কোনওভাবেই গৌতমবাবুর পরিবার যেন কোম্পানি থেকে কোনও আর্থিক সুবিধা না পান। কিন্তু সেসবের তোয়াক্কা না কের সেসময়ের অভিযুক্ত ইডি অফিসার মনোজ কুমারের একটি চিঠির বলে গৌতমবাবুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে ২০১৫ সালে অদ্রিজা গোল্ডের ডিরেকটর করা হয়।

তিনি বেতন পেতে শুরু করেন। একইভাবে গৌতমবাবুর মা বিভা কুণ্ডুও ৫ লাখ টাকা বেতন পান ডিরেকটর হিসেবে। একইসঙ্গে রোজভ্যালির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার পরও কেন ও কীভাবে এই কোম্পানির চকোলেট গ্রুপের একাধিক দোকান চালু রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলে সিবিআই। মোট পাঁচটি চিঠি পাঠিয়েছে তারা। এখনও ইডি তার কোনও জবাব দেয়নি। বিষয়টি দেখতে দিল্লি থেকে টিম আসছে বলে খবর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post