উষ্ণ ভাদ্র ও করোনার ভয়

দুই বাংলায় সাধারণত শ্রাবণের শেষ ও ভাদ্র জুড়ে প্রবল বর্ষণ হয়ে থাকে কিন্তু এ বছর আবহাওয়া যেন বদলে গেছে। গ্রীষ্মে খুব গরম পড়েনি। বর্ষাও এসেছিল আষাঢ়ের গোড়ায়। বৃষ্টিও হয়েছে যথেষ্ট। কিন্তু ভাদ্র মাস তাঁর রং বদলেছে। ফিরে এসেছে প্রবল গরম। মাঝে অবশ্য কয়েকদিন কয়েক পশলা বৃষ্টি হল। আবহাওয়ার এই বদলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। বিশেষ করে ঘুষঘুষে জ্বর ও হাত পা ব্যথা। করোনা আবহে যেটা আবার ভয় তৈরি করছে। অনেকেই ভাবছেন তবে কি খারাপটাই? চিকিৎসকরাও কিন্তু নিশ্চয়তা দিতে পারছেন না। বলছেন করোনা টেস্ট করাও। ফলে ভয়ে কেউ প্যারাসিটামল জাতীয় ওষুধ খাচ্ছেন, কেউ আবার চেপে যাচ্ছেন। এ এক নব সঙ্কট।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post