ভিড়ে ঠাসা সভা নিয়ে বিতর্কে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের নির্বাচনী সভা ঘিরে বিতর্ক দেখা দিয়েছে আমেরিকায়। সেই সভা হয়েছিল ভিড়ে ঠাসা একটি ইন্ডোর স্টেডিয়ামে। করোনায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১ লাখ ৯৪ হাজার বাসিন্দার। ট্রাম্প করোনা বিধির কোনও তোয়াক্কা না করে ভিড়ের সামনে বক্তৃতা করেছেন। সমালোচকদের বক্তব্য, গোড়া থেকেই ট্রাম্প সতর্কতার বিধিকে উপহাস করে চলেছেন। নেভাদায় একটি কারখানায় ট্রাম্প সভা করেছেন একইভাবে। অথচ আমেরিকায় ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ওকলাহোমায় ট্রাম্পের সভার পর করোনা মহামারী ব্যাপক ছড়িয়েছে। আক্রান্ত হয়েছেন সিক্রেট সার্ভিসের একাধিক গোয়েন্দা অফিসার। অথচ ইন্ডোর স্টেডিয়ামেই ফুটবল লিগ হয়েছে একেবারে খালি গ্যালারিতে। নিজের সরকারের নির্দেশ নিজেই না মানায় সরব বিরোধীরা। অমনকী, মার্কিন একাধিক টেলিভিশন চ্যানেল সংক্রমণের ভয়ে তাদের প্রতিনিধিদের সভার খবর করতে পাঠায়নি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post