ঘৃণা ছড়ানোয় বিজেপি বিধায়কের অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

ঘৃণা ছড়ানোয় বিজেপি বিধায়কের ফেসবুক বন্ধ

ঘৃণা ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। ফেসবুক বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা সংশ্লিষ্ট ব্যক্তির পোস্টগুলি মূল্যায়ন করে দেখে সেগুলি তাদের নীতি লঙ্ঘন করছে বলে মনে করেছে। টি রাজা তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক। এর আগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে ৬০টি মামলা। তার বেশিরভাগই বিদ্বেষমূলক ভাষণের জন্য। আগস্টে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে ফেসবুকের বিরুদ্ধে সরাসরি বিজেপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছিল। বলা হয়, বিজেপিকে চটাতে ভয় পান ফেসবুকের কর্তারা। ওই খবরে বলা হয়, সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দিতে ফেসবুকে একাধিকবার বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ। ঘৃণা ছড়ানো মন্তব্যের অভিযোগ উঠেছিল কপিল মিশ্র, অনন্ত হেগড়ে–সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post