লাদাখে উত্তেজনা কমার লক্ষণ নেই। এবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সতর্কতামূলক (Waring Shot) গুলি চালিয়েছে ভারতীয় সেনা। এমনই দাবি করেছিল চিন। তবে চিনের এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। চিনের অভিযোগ ছিল, সোমবার রাতে গড পাও পাহাড়ে ভারতীয় সেনা গুলি চালিয়েছে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। মস্কোয় ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের দুদিন পরই এই ঘটনা। চিনা সেনার মুখপাত্র কর্নেল ঝাং শুউলি ভারতীয় সেনার প্ররোচনার জবাব দিয়েছে চিনা সেনা।
তবে চিনের তরফে পাল্টা গুলি চালানো হয়েছে কিনা তা তিনি বলেননি। এর আগে পূর্ব লাদাখ সীমান্তে নাকু লা পাসের কাছে সংঘর্ষে দুই পক্ষেরই সেনা হতাহত হয়েছিল। ৫ মে প্যানগং লেকের ভারত-চিনের সেনারা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। তারপর থেকেই দুই দেশই সীমান্তে বাড়তি সেনা সমাবেশ ঘটাচ্ছে। এরপর সোমবার পূর্ব লাদাখে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় ভারত। চিন অভিযোগ করেছে ভারতই প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে। বারবার আলোচনার পরও গত চারমাস ধরে সীমান্তে উত্তেজনা কমার লক্ষণ নেই। অন্যদিকে, মস্কোয় ১০ সেপ্টেম্বর চিনা বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইয়ের সঙ্গে বৈঠকের আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সীমান্তে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। সমাধানে দুপক্ষেরই গভীর আলোচনার প্রয়োজন।
Post a Comment
Thank You for your important feedback