বিফলে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল। রোমার সঙ্গে হোঁচট খেল জুভেন্টাস। প্রায় হারতেই বসেছিল তারা। কিন্তু দলের সেরা তারকার গোলে হার এড়াতে পেরেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। রবিবার রাতের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল না জুভেন্টাস। ৩১ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় রোমা। সফল স্পট কিক থেকে গোল করে লিড এনে দেন ভেরেতু। প্রথমার্ধের শেষ মুহূর্তে গিয়ে সেই গোল শোধ করে জুভেন্টাস। সেটিও আসে পেনাল্টি থেকে। খেলার ৪৪ মিনিটের দিকে ডি-বক্সে রোমার খেলোয়াড়ের হাতে বল লাগলে রেফারি বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। অবশ্য তাতে লাভ হয়নি। প্রথমার্ধের হেনরিখ মেখিতারিয়ানের পাসে নিজের দ্বিতীয় গোল করেন ভেরেতু। ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে র্যাবিয়ট। যদিও ১০ জনের জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের বাকি সময়ে কোনও গোল করতে পারেনি রোমা। উল্টো ম্যাচের ৬৯ মিনিটে গোল হজম করে তারা। দানিলোর ক্রসে দারুণ এক হেডে জোড়া গোল পূরণ করেন রোনাল্ডো। বাকি ২-২ স্কোরে ড্র হয় ম্যাচটি।
Post a Comment
Thank You for your important feedback