হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন কাফিল খান

মঙ্গলবার মাঝরাতে জেল থেকে ছাড়া পেলেন ডা. কাফিল খান। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে তাঁকে মুক্তি হয় মথুরা জেল থেকে। জাতীয় নিরাপত্তা আইনে কাফিল খানকে গ্রেফতার করাকে নাকচ করে হাইকোর্ট তাঁকে অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, আলিগড় বিশ্ববিদ্যালয়ে উত্তেজক ভাষণ দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে গ্রেফতার করা হয় তাঁকে।তাঁর আবেদনে কাফিল খান বলেছিলেন, আদালত তাঁকে ফেব্রুয়ারি মাসে জামিন দিলেও চারদিন থাঁকে ছাড়া হয়নি। তারপর তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। মুক্তির পর কাফিল বলেছেন, উত্তরপ্রদেশ সরকার রাজধর্ম পালন না করে শিশুসুলভ জেদ নিয়ে বসে রয়েছে। তাঁকে অন্য মামলায় ফাঁসানো হতে পারে আশঙ্কা এই চিকিৎসক। গোরখপুরে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর ঘটনার পর থেকেই যোগী আদিত্যনাথের সরকার হাত ধুয়ে তাঁর পিছনে পড়ে রয়েছে। কাফল জানান, তিনি বন্যাদুর্গত বিহার ও অসমের লোকজনকে সাহায্য করতে চান।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post