উত্তরপ্রদেশের হাতরাসে গত ১৪ই সেপ্টেম্বর ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের ঘটনার পর মঙ্গলবার তাঁর মৃত্যু খবর জানা যায়। গণধর্ষিতা এই তরুণীর মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়লেন বলি কুইন কঙ্গনা রানাওয়াত। ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা উচিত টুইটে লিখেছেন কঙ্গনা। গণধর্ষনের সংখ্যা যেভাবে বছর বছর বেড়েই চলেছে, এটা রোখার উপায় কী জানতে চেয়েছেন এই অভিনেত্রী। দেশের জন্য এটা খুবই দুঃখের ও লজ্জাজনক দিন টুইট অভিনেত্রীর। নির্যাতিতার ভাই মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানিয়েছেন ‘আমরা সঠিক বিচার চাই, দোষীরা যেন ছাড়া না পায়, তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত ।’ দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে দীর্ঘ ১৫ দিনের লড়াইয়ের পরও শেষরক্ষা হল না সেই কিশোরীর।
Shoot these rapists publicly, what is the solution to these gang rapes that are growing in numbers every year? What a sad and shameful day for this country. Shame on us we failed our daughters #RIPManishaValmiki
— Kangana Ranaut (@KanganaTeam) September 29, 2020
Post a Comment
Thank You for your important feedback