ঠিক দশদিন বাদে ব্যাটবলের লড়াই শুরু আরব আমিরশাহিতে।তার আগে আজই দুবাইয়ের বিমান ধরলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ওখানে ৬ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে তাঁকে। কলকাতা থেকে আমেদাবাদ হয়ে দুবাইয়ের পথে তাঁর সঙ্গী সচিব জয় শাহ। সৌরভ ইন্টসটাগ্রামে জানান যে, প্রায় ৬ মাস বাদে তিনি দুবাই যাচ্ছেন। ইতিমধ্যে IPL এর সমস্ত দল তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। অধিনায়ক হিসাবে সফল সৌরভ, এই করোনা আবহে ক্রিকেট প্রধান হিসাবে সফল হন সেটাই দেখার।
Post a Comment
Thank You for your important feedback