প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। তরুণ ক্রিকেটার শুভমন গিলের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ২ ওভার বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদকে কলকাতা হারাল ৭ উইকেটে। রবিবাসরীয় সন্ধ্যায় টসে জিতে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ডেভিড ওয়ার্নাররা তোলে মাত্র ১৪২ রান। ডেভিড ওয়ার্নার ও মনীশ পাণ্ডে রান পেলেও বাকিরা দ্রুত রান তুলতে পারেনি।
নাইট বোলারদের কৃপণ বোলিংয়ে হায়দরাবাদের ব্যটসম্যানরা দ্রুত রান তুলতে পারেননি। ফলে পাটা উইকেটেও তাঁরা ১৪৩ রানের সহজ টার্গেট দেয় নাইটদের। যা শুভমন গিল ও নীতিশ রানা মিলে সহজেই তুলে ম্যাচ জিতে নেয়। পাশাপাশি এদিনের ম্যাচে ফর্মে ফিরেছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি দুটি বিশাল ছক্কা ও তিনটি চারের সাহায্যে মাত্র ২৯ বলে করলেন ৪২ রান। অপরদিকে ভালো বল করেছেন অজি তারকা বোলার প্যাট কামিন্সও। শুভমন গিল ৬২ বলে করলেন ৭০ রান। এই রান করতে তিনি মারলেন দুটি ছয় ও পাঁচটি চার। ফলে ম্যাচের সেরা তিনিই। আর এই ম্যাচ জেতায় হাসি ফুটল কেকেআর ফ্যানদের মুখে।
ছবি: টুইটার থেকে সংগৃহীত
Post a Comment
Thank You for your important feedback