আগুন লাগল মুম্বইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসে আগুন লাগল। মুম্বইয়ের বালার্ড এস্টেট নামে এক বহুতলেই রয়েছে এনসিবি-র অফিস। সোমবার দুপুরে আচমকাই ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। দ্রুত খবর যায় দমকল বিভাগে। জানা যাচ্ছে, এই বিল্ডিংয়ের চতুর্থ তলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা। এই বিল্ডিংয়ের তৃতীয় তলেই রয়েছে এনসিবি-র অফিস। আর সেই অফিসেই রয়েছে বলিউডে মাদক যোগ নিয়ে তদন্তের যাবতীয় নথিপত্র। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে তদন্তে আপাতত গ্রেফতার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সহ সুশান্তের কয়েকজন ঘনিষ্ঠ। এই মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ওই অফিসে রয়েছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের যাতে কোনও ক্ষতি না হয় সেই চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে আগুন আর কোনও তলায় ছড়িয়েছে কিনা সেটা জানা যায়নি। তবে এই আগুনের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Mumbai: Fire breaks out in Exchange Building at Ballard Estate; fire tenders present at the spot pic.twitter.com/odzNk0Bfpd
— ANI (@ANI) September 21, 2020

Post a Comment
Thank You for your important feedback