নতুন সংসদ ভবন তৈরি করবে টাটারা। খরচ পড়বে ৮৫১ কোটি ৯০ লাখ টাকা। লারসেন অ্যান্ড টুব্রোকে দরপত্রে হারিয়েছে টাটা প্রোজেক্টস। লার্সেনের দর ছিল ৮৬১ কোটি ৯০ লাখ টাকা। বুধবার কেন্দ্রীয় পূর্তমন্ত্রক নতুন সংসদ ভবনের জন্য দরপত্র খোলে। একবছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা। সরকারের হিসেব ছিল ৯৪০ কোটি টাকা। নতুন ভবনটি হবে ত্রিভুজাকৃতির। সংসদে থাকবে ৯০০ থেকে ১২০০ সাংসদের বসার আসন। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট, তিন কিলোমিটার জুড়ে হবে সেন্ট্রাল ভিস্টা। ইতিমধ্যে নকশার কাজ পেয়ে গিয়েছে গুজরাতের এইচসিপি ডিজাইনস।
Post a Comment
Thank You for your important feedback