পরপর বিস্ফোরণ, সুরাতে ONGC প্ল্যান্টে ভয়াবহ আগুন

 

 বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ গুজরাটের সুরাতে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের একটি প্ল্যান্টে আগুন লেগে গেল। সূত্রের খবর, ওই প্ল্যান্টে প্রথমে পরপর তিনটি বিস্ফোরণ হয়। এরপরই দাউ দাউ করে আগুন ধরে যায়। আগুন এখনও জ্বলছে, যদিও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোর তিনটে পাঁচ নাগাদ পরপর তিনটি জোড়াল বিস্ফোরণের শব্দ শোনা যায়, তাতে অনেকেরই জানলা-দরজায় কাঁচ ভেঙেছে। বিস্ফোরণের শব্দ ১৫ থেকে ২০ কিমি দূরেও শোনা গিয়েছে।

 

পার্শ্ববর্তী এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। ওনজিসি কর্তৃপক্ষের মতে বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে। আগুন লাগার পরই ওই প্ল্যান্টের সমস্ত টার্মিনাল বন্ধ করে দিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সুরাজের হাজিরার এই প্ল্যান্টের গ্যাস প্রসেসিং ইউনিটেই বিস্ফোরণ হয়েছে। তবে কিসের থেকে এই বিস্ফোরণ সেটা বলতে পারেনি কর্তৃপক্ষ। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের পাশাপাশি ওএনজিসি-র নিজস্ব অগ্নিনির্বাপক দল কাজ করছে। আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি বলেই জানা যাচ্ছে। যদিও ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকেও দেখা যাচ্ছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post