Big Blast with thunderous loud noise took place in #ONGC gas pipeline in #Surat early this morning. The nearby areas witnessed people coming out from their homes after the blast pic.twitter.com/MXmmalD4aH
— DD India (@DDIndialive) September 24, 2020
পার্শ্ববর্তী এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। ওনজিসি কর্তৃপক্ষের মতে বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে। আগুন লাগার পরই ওই প্ল্যান্টের সমস্ত টার্মিনাল বন্ধ করে দিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সুরাজের হাজিরার এই প্ল্যান্টের গ্যাস প্রসেসিং ইউনিটেই বিস্ফোরণ হয়েছে। তবে কিসের থেকে এই বিস্ফোরণ সেটা বলতে পারেনি কর্তৃপক্ষ। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের পাশাপাশি ওএনজিসি-র নিজস্ব অগ্নিনির্বাপক দল কাজ করছে। আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি বলেই জানা যাচ্ছে। যদিও ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকেও দেখা যাচ্ছে।
I woke up to drink water and almost mistook this for a sun rise,,, huge fires near the Surat ongc area pic.twitter.com/wMlxQ0Lo4s
— jans (@imsadstuff) September 23, 2020
Post a Comment
Thank You for your important feedback