সেপ্টেম্বরের দ্বিতীয় লকডাউনে যথেষ্ট কড়াকড়ি রাজ্যজুড়ে

শুক্রবার রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউন চলছে। সেপ্টেম্বর মাসের এটি দ্বিতীয় লকডাউন। ফলে সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন। কলকাতা ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে পুলিশের নাকা চেকিং। রাস্তায় বের হওয়া প্রতিটি গাড়ি, মোটরবাইক আরোহীদের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছে পুলিশ। বৈধ কাগজ দেখাতে পারলেই মিলছে ছাড় নাহলে জরিমানা না হলে আটক করছে পুলিশ। এদিন জেলায় জেলায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। বিভিন্ন এলাকায় লকডাউন ভাঙায় প্রচুর মানুষকে আটক করেছে পুলিশ।
শিলিগুড়ির ৪৪ নম্বর ওয়ার্ডের দশরথপল্লিতে পুলিশের তাড়া খেয়ে দুই যুবক বাইক নিয়ে ড্রেনে পড়ে যান। পড়ে তাঁদের উদ্ধার করে জরিমানা করেছে শিলিগুড়ি পুলিশ। পাশাপাশি শিলিগুড়ির পাঞ্জাবি পাড়া এলাকায় বেআইনীভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে। একইভাবে কলকাতা লাগোয়া নিউটাউনেও বেআইনীভাবে মদ বিক্রি হচ্ছিল সকাল থেকেই। পুলিশ খবর পেয়েই অভিযান চালায় নিউটাউনের প্রমোদনগরে। পুলিশকে দেখেই এলাকার যুবকরা চম্পট দেয়, কেউ আবার খালে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। ওই এলাকা থেকে পুলিশ বিপুল পরিমান মদের বোতল উদ্ধার করেছে। লকডাউন উপেক্ষা করেই সটলেক সিজিও কমপ্লেক্সের বাইরে দোকান খোলার অভিযোগে গ্রেফতার দোকান মালিক। পাশাপাশি কলকাতার কয়েকটি এলাকায় সকালের দিকে কিছু খাবারের দোকান খোলা হলেও বেলা বাড়তেই পুলিশ সেগুলি বন্ধ করিয়ে দেয়।
অপরদিকে জেলায় জেলায় লকডাউনের চিত্র স্বাভাবিক থাকলেও কয়েকটি এলাকায় বাজারহাট খোলার খবর এসেছে। বীরভূমের নলহাটি থানার সামনেই পশ্চিমবাজারে দোকানপাট খুলেছিল সকালে। নজরদারি নেই পুলিশের, পরে এই খবর সংবাদমাধ্যমে প্রচার হতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। কোচবিহারের তুফানগঞ্জে লকডাউনের মধ্যেই স্কুল চত্বরে মদের আসর বসেছিল। তুফানগঞ্জ এন এন এম হাই স্কুলের সামনেই মদের আসরে জমায়েত করেছিল কয়েকজন যুবক। সেখানে ছাত্ররাও ছিল বলে অভিযোগ। পরে পুলিশের অভিযানে দুজন ছাত্র সহ কয়েকজনকে আটক করে পুলিশ। বেশ কয়েকটি মদের বোতল বাজেয়াপ্ত করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। এদিনের লকডাউনেও কোচবিহার মহকুমাশাসকের উদ্যোগে হল করোনা অ্যান্টিজেন পরীক্ষা। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাইরে বের হওয়া মানুষদের করোনা টেস্ট করিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

অপরদিকে লকডাউন ভাঙায় বেশ মজাদার শাস্তি দিল কোন্নগর থানার পুলিশ। লকডাউন উপেক্ষা করে যারা রাস্তায় বের হয়েছিলেন তাঁদের ধরে ১০-২০টি করে ডন-বৈঠক করায় পুলিশ। ঝাড়গ্রাম বাজার হঠাৎ করে দেখলে মনে হবে না আজ লকডাউন। প্রচুর মানুষ যেমন রাস্তায় বের হয়েছিলেন তেমনই রাস্তায় অনেক গাড়ি চলাচল করছে। ফলে এখানে লকডাউনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছেন ঝাড়গ্রামবাসীর একাংশ। এরকম কয়েকটি ব্যতিক্রমী চিত্র ছাড়া সব মিলিয়ে এদিনের লকডাউন সফল হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post