প্রবীণদের অ্যাপ দরকার নেই মেট্রোয়

মোবাইল, অ্যাপে তেমন তাঁরা সড়গড়, নন। তাই প্রবীণদের জন্য নতুন ব্যবস্থা করল মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের আর কেয়ার অ্যাপস ব্যবহার করতে হবে না। সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল সাড়ে সাতটা পর্যন্ত তাঁরা এন্ট্রি গেটে নিজেদের ভোটার আইডি কার্ড ,পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা আধার কার্ড দেখিয়ে ভিতরে যেতে পারবেন। স্মার্ট কার্ড থাকলে শুধুমাত্র স্মার্ট কার্ড দিয়েই এন্ট্রি করতে পারবেন। স্মার্ট কার্ড না থাকলে নতুন স্মার্ট কার্ড কিনে নিতে পারবেন। এছাড়া, এখন স্লট বুকিংয়ের সমস্যা মেটাতে লো স্পিড ইন্টারনেটে বুক করা যাবে মেট্রো স্লট। পথদিশা অ্যাপ এই থাকছে দুটো কলম একটা হাই স্পিড বুকিং অন্যটা লো স্পিড বুকিং। প্রথম দিন যা্তরীদের সুবিধা অসুবিধা বিচার করে মেট্রো রেল মঙ্গলবার এই নতুন নির্দেশিকা জারি করেছে। প্রবীণদের যাত্রার সময় মেট্রো বেঁধে দিয়েছে। বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত যাতায়াত করতে পারবেন তাঁরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post