ভারতেও বন্ধ হল অক্সফোর্ডের করোনা টিকার পরীক্ষা

ভারতেও বন্ধ করা হল করোনা টিকার পরীক্ষা। বুধবারই দেশের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এনিয়ে শোকজ নোটিশ পাঠিয়েছিল সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়াকে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকা তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা। সিরাম জানিয়েছে, আপাতত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। স্থগিত রাখা হচ্ছে টিকার পরীক্ষা। ড্রাগস কন্ট্রোলারের শোকজ নোটিশে বলা হয়েছে, অন্য দেশে টিকা পরীক্ষা বন্ধ করার বিষয়টি তাদের জানানো হয়নি। মানবদেহে গুরুতর প্রতিক্রিয়ার বিশ্লেষণও দেওয়া হয়নি। ৮ সেপ্টেম্বর ব্রিটেনে এক স্বেচ্ছাসেবীর অজানা উপসর্গ দেখা দেওয়ায় টিকা পরীক্ষা স্থগিত রাখে অ্যাস্ট্রাজেনেকা। ভারতে ১০০ স্বেচ্ছাসেবীর মধ্যে ৩৪ জনকে পুনের ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজে ২৬ আগস্ট দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায়য় টিকা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কেউই কোনওরকম অস্বস্তির কথা জানায়নি। তারা সুস্থ রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post