আতঙ্ক কাটিয়ে তাজমহল খুলছে ২১ সেপ্টেম্বর

করোনার জন্য টানা ছয়মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ২১ সেপ্টেম্বর খুলছে তাজমহল। আগ্রার জেলাশাসক প্রভু সিং জানিয়েছেন, একইসঙ্গে খুলছে আগ্রা ফোর্ট। সরকারের সবরকম করোনা সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনেই খোলা হচ্ছে তাজমহল। এখন দিনে পাঁচহাজারের বেশি লোককে তাজমহলে ঢুকতে দেওয়া হবে। আগ্রা ফোর্টে ঢুকতে পারবেন আড়াই হাজার। আগ্রা ট্যুরিজম গিল্ডের অরুণ ডাং জানিয়েছেন, গত কমাসে আগ্রায় পর্যটনে বিপুল লোকসান হয়েছে। এখনও আন্তর্জাতিক বিমান ও ট্রেন চালু হয়নি। সেগুলো চালু হওয়া দরকার। উল্লেখ্য, করোনার জেরে লকডাউন ঘোষণার আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল তাজমহলকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post