সীমান্তে উত্তেজনা কমাতে একমত বিদেশমন্ত্রীরা, কিন্তু বরফ গলল না

টানা আড়াই ঘণ্টা বৈঠকের পর লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে পাঁচদফা কর্মসূচি নিয়ে সহমত হলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রীরা। কিন্তু প্যাংগং লেকের আশপাশ থেকে সেনা সরাতে নারাজ চিন। সূত্রের খবর, প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণে ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনার সংখ্যা কমানো’ নিয়েও ঐকমত্য হয়নি দু’দেশের। তবে লাদাখ সীমান্তে (LAC) উত্তেজনা প্রশমন এবং সীমান্ত সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পাঁচ দফা সূত্রে ঐকমত্য হয়েছে বলে নয়া দিল্লির সাউথ ব্লক সূত্রের দাবি।
মস্কোয় ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে এই বৈঠক হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর গত চারমাস ধরেই চলছে দুই দেশের সেনাবাহিনীর বিরোধ-সংঘর্ষ। বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই বিদেশমন্ত্রী বলছেন, সীমান্তে উত্তেজনা কোনও দেশের পক্ষেই লাভদায়ক নয়। তাই সীমান্ত নিয়ে কথা চালিয়ে যাওয়া প্রয়োজন। দ্রুত সেনা সরানো, সঠিক দূরত্ব বজায় রাখা এবং উত্তেজনা কমানো দরকার। মতভেদকে বিবাদে পরিণত না করার ব্যাপারে মোদি এবং চিনা প্রধানমন্ত্রীর মধ্যেকার ঐকমত্যকে তুলে ধরার কথাও বলা হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post