নোবেলের জন্য পাঠানো হল ট্রাম্পের নাম

নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম পাঠানো হল। ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে চুক্তির জন্যই নোবেলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তাঁকে। বুধবার সকালে এই খবর দিয়েছে ফক্স নিউজ। এই মনোনয়ন জমা দিয়েছেন নরওয়ের সংসদ সদস্য ক্রিশ্চিয়ান তাইব্রিংগ- জেড্ডে। এর আগে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকে জন্যও ট্রাম্পের হয়ে ২০১৮ সালে মনোনয়ন জমা দিয়েছিলেন ক্রিশ্চিয়ান। ইজরায়েল-আমিরশাহির চুক্তি ছাড়াও মনোনয়নপত্রে কাশ্মীর সীমান্ত সমস্যা, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘাত মেটানোর জন্য ট্রাম্পের উদ্যোগের কথা বলা হয়েছে। ক্রিশ্চিয়ান জানিয়েছেন, তিনি ট্রাম্পের বড় সমর্থক নন। তিনি কখনও কখনও যে ব্যবহার করেন তা বাদ দিয়ে ট্রাম্পের সদর্থক কাজের দিকে তাকানো উচিত। ২০০৯ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন বারাক ওবামা। অথচ তিনি তেমন কিছুই করেননি বলে ক্রিশ্চায়নের দাবি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post