সর্বজনীন দুর্গাপুজো হবে না উত্তরপ্রদেশে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যে পুজো উপলক্ষে বাইরে কোনও আয়োজন করা যাবে না। রাস্তায় কোনও উৎসব করা যাবে না। বাঁধা যাবে না প্যান্ডেলও। করা যাবে না কোনও শোভাযাত্রা। দুর্গাপুজো করতে হলে তা করতে হবে নিজেদের বাড়িতেই বা ঘেরা জায়গায়। শুধু দুর্গাপুজো নয়, অন্যান্য উৎসবেও বিধিনিষেধ জারি করেছে উত্তর প্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রামলীলাও করতে হবে করোনাবিধি কঠোরভাবে মেনেই। ঐতিহ্যের রামলীলা করোনার জন্য বন্ধ হবে না। কিন্তু সর্বোচ্চ ১০০ জন সেখানে রামলীলা ময়দানগুলিতে থাকতে পারবে। করোনা বিধি অনুযায়ী মানতে হবে শারীরিক দূরত্বের নিয়মকানুন। অপরদিকে গুজরাত সরকার জানিয়ে দিয়েছে, করোনার মধ্যে এবারের নবরাত্রি হবে না। সরকারি উদ্যোগে কোনও গরবার অনুষ্ঠানও হবে না এবার।
Post a Comment
Thank You for your important feedback