আকাশে উড়ছে সবজির দাম

কলকাতা থেকে শুরু করে গোটা বাংলাতেই কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। এতদিন পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে আতঙ্কে ছিল মানুষ। কিন্তু বেশ কিছুদিন ধরে আলুর দাম ক্রমশই কপালে চিন্তার ভাঁজ বাড়ছে সাধারণ মানুষের। সরকারের তরফে বারবার সতর্ক বার্তা দিলেও হেলদোল নেই ব্যবসায়ীদের। এরই মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে ইদানিং প্রবলভাবে বাড়ছে কাঁচা সবজির দামও। কাঁচালঙ্কা, ঢ্যাঁড়শ, ক্যাপসিকামের সাথে দর উর্ধমুখী পটল, উচ্ছে সহ অন্যান্য সবজির। সাধারণ মানুষ খাবে কি? যদিও গ্রামের চাষিরা জানাচ্ছে যে তাঁরা যে দর পায় তা বাজারদরের এক চতুর্থাংশ। আসলে চাষির ঘর থেকে সবজি যায় আড়তদারের কাছে, সেখান থেকে পাইকারি বাজারে এবং সবশেষে খুচরো বিক্রেতার কাছে।
খুচরো ব্যবসায়ীদের বক্তব্য, পাইকারি বাজারেই দাম উর্ধ্বমুখি, তাই আমাদের দাম বাড়াতে হচ্ছে। কলকাতা সহ জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে হানা দিচ্ছেন ইবি-র আধিকারিকরা। তবুও দাম কমার লক্ষণ নেই। কিন্তু কেন? বিশেষজ্ঞদের মতে, করোনা আবহ ও মাঝখানে লাগামছাড়া বৃষ্টির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফার লোভে দাম বাড়িয়ে চলেছেন। অনেকের মতে বাম আমলে তৈরি হওয়া ফোঁড়ে সংস্কৃতি আরও বিদ্যমান। চাষির থেকে সবজি বা কাঁচা আনাজ কিনে এই মধ্যস্বত্ত্বভোগীরাই সবজির দর বাড়িয়ে চলেছেন। অপরদিকে বিরোধী দলগুলির দাবি, শাসকদলের মদতেই এই মধ্যস্বত্ত্বভোগীরা নিজেদের বাড়বাড়ন্ত কায়েম রেখেছেন। মূলত আরতদার ও হিমঘরগুলি থেকেই বেশি দাম দিয়ে সবজি কিনছেন পাইকার ব্যবসায়ীরা। ফলে দাম ক্রমশ উর্ধ্বমুখী। আর পকেটে টান পড়ছে আম জনতার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post