অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি সূর্যবংশীর রিলিজ ডেট ফের পিছিয়ে গেল। দেওয়ালিতে মুক্তির কথা থাকলেও আপাতত তা হচ্ছে না এবং এই বিষয়ে এখনই আর কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি, বৃহস্পতিবার রিলায়েন্স এন্টারটেনমেন্ট গ্রুপের সিইও শিবাশিস সরকার জানিয়েছেন। ‘আনলক ৫ এ পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল গুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও চূড়ান্ত সিন্ধান্ত রাজ্যগুলির উপর ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত সিনেমাহলগুলি ১৫ই অক্টোবর থেকে খোলা হচ্ছেনা , যদি ১ নভেম্বর থেকে খোলাও হয় দশ থেকে ১৫ দিনের নোটিশে ছবি রিলিজ করা কি সম্ভব?’ বলেছেন শিবাশিস সরকার। সূর্যবংশীর মার্চের ২৪ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনা অতিমারি পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের জন্য দিলয়ালি পর্যন্ত পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ। তবে পরিস্থিতি ঠিক না হওয়ায় আবার পিছিয়ে দেওয়া হল। রিলায়েন্স এন্টারটেনমেন্টের আরেকটি ছবি ’83’ ও ১০ই এপ্রিল থেকে পিছিয়ে দেওয়া হয়েছ ক্রিসমাস পর্যন্ত।
Post a Comment
Thank You for your important feedback