করোনা আবহে দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর সদ্যই চালু হয়েছে কলকাতা মেট্রোর পরিষেবা। আর দিন কয়েকের মধ্যেই মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। রবিবার ছুটির দিনের সকালেই বেলগাছিয়া স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দেন এক তরুণী। সঙ্গে সঙ্গে থমকে যায় মেট্রো। থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত ওই তরুণীকে উদ্ধার করেন মেট্রো কর্মীরা। তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। দমদম থেকে কবি সুভাষগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য। উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে মেট্রো স্টেশনে ঢোকার ব্যাপারে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগাম ই-পাস নিয়েই মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারছেন যাত্রীরা। এই পরিস্থিতিতেও মেট্রোয় আত্মহত্যার ঝোঁক কমার লক্ষণ নেই। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রীদের হয়রানি কম হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback