হাতির পিঠে বসেই যোগাসন শেখাচ্ছিলেন যোগগুরুর বাবা রামদেব। আর সেটা করতে গিয়েই ঘটল বিপত্তি। হাতির পিঠ থেকে সটান গিয়ে পড়লেন নীচে। আর এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মূহূর্তে। রীতিমতো ভাইরাল হয়েছে রামদেবের হাতির পিঠ থেকে নীচে পড়ার ভিডিও। ২২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে হাতির পিঠ থেকে পড়ে যান যোগগুরু। আর দ্রুততার সঙ্গে উঠে দাঁড়িয়ে হাসিমুখে ধুলোও ঝেড়ে ফেলেন তিনি। এই ভিডিও ভাইরাল হতেই ১৮ হাজারের বেশি ভিউ হয়েছে। অনেকেই নানান মন্তব্য করেছেন। সোমবার মথুরার রামনারেতি আশ্রমে ঘটেছে এই ঘটনা। বাবা রামদেব হাতির পিঠে বসে যোগাসন শেখাচ্ছিলেন অনুগামীদের। সেই সময় হাতিটি চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু আচমকাই হাতিটি চলতে শুরু করলে ঘটে যায় বিপত্তি। বাবা রামদেবের যোগাসন সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। এই মূহূর্তে তিনি উত্তরপ্রদেশের মথুরায় রয়েছেন। সেখানেই যোগ ক্যাম্প করছেন।
দেখুন সেই ভিডিও….
BREAKING: Baba Ramdev fell off from an elephant while doing Yoga on it, has sustained severe injuries in Spine, now admitted to Medanta Gurgaon.pic.twitter.com/1ec0IxFDLG
— Dr Nimo Chaudhary 🚩 (@niiravmodi) October 13, 2020
Post a Comment
Thank You for your important feedback