পুলিশি জুলুমের প্রতিবাদে আজ বিজেপির মৌন মিছিল

 

বৃহস্পতিবার নবান্ন অভিযানে পুলিশি নির্যাতন হয়েছিল বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির মিছিল ছিল শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। তবুও পুলিশ লাঠিচার্জ করে এবং রাসায়নিকযুক্ত বেগুনি জল দিয়ে আটকেছে বলে দাবি দিলীপ ঘোষের। দলের কার্যকর্তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। রাজু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার এরই প্রতিবাদে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এক মৌন মিছিল হবে। মিছিলটি বিজেপির সদর দফতর থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে যাবে ধর্মতলা অভিমুখে। বিকেল চারটে থেকে শুরু হবে বিজেপির মৌন মিছিল। উপস্থিত থাকবেন বিজেপির প্রথমসারির রাজ্য নেতারা। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post