করোনার সঙ্গে ফুসফুসেও সংক্রমণ দিলীপ ঘোষের

শুক্রবার রাতে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাতেই তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, কো-মরবিডিটি নেই দিলীপবাবুর। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। হালকা খাওয়াদাওয়াও করছেন। কিন্তু সংক্রামিত হয়েছে তাঁর ফুসফুস। সে কারণেই শ্বাসকষ্ট এবং জ্বর আসে বলে জানা গিয়েছে। যদিও এখন জ্বর কমেছে তবে হাসপাতাল সূত্রে খবর।

তাঁর ফুসফুসে সংক্রমণ কতটা ছড়িয়েছে সেটা জানতে শনিবার থ্রোক্স সিটি স্ক্যান হয়েছে। রবিবার সেই রিপোর্ট এলেই বোঝা যাবে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর ফুসফুস। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। উল্লেখ্য, মধ্যে পঞ্চাশে পৌঁছালেও সুঠাম স্বাস্থ্যের অধিকারী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। না আছে সুগার না উচ্চ রক্তচাপ। নিয়মিত যোগ ব্যায়াম করার কারণে প্রচুর পরিশ্রম করতে পারেন | দলের অনেকেই করোনা আক্রান্ত হলেও দিলীপ ছিলেন সুস্থ। কিন্তু সম্প্রতি জেলা সফর এবং নবান্ন অভিযানে অনেক মানুষের সান্নিধ্যে এসেছিলেন তিনি। তার ফলেই করোনা সংক্রামিত হয়েছেন দিলীপ ঘোষ।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post