বাড়তে চলেছে মোবাইলের দাম

 

মোবাইল ফোনের ডিসপ্লের আমদানির ওপর ১০ শতাংশ কর বসিয়েছে কেন্দ্র। ফলে দেশে মোবাইল ফোনের দাম ৩ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মহেন্দ্রু। ১ অক্টোবর থেকে ডিসপ্লে অ্যাসেম্বলি এবং টাচ প্যানেলে এই কর বসছে। তাই দেড় থেকে তিন শতাংশ দার বাড়বে মোবাইল ফোনের। এই অ্যাসোসিয়েশনে রয়েছে অ্যাপল, হুয়েই, জিওমি, ভিভো এবং উইনস্ট্রন। করবৃদ্ধির লক্ষ্য আমদানি কমিয়ে মোবাইলের উপকরণ দেশেই তৈরি করা। এভাবেই বাজারের সিংহভাগ দখল করা। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post