কলকাতা ময়দানে এবার ব্রিটিশ হাওয়া। নতুন মরশুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান খেলবে আইএসএল। শেষ মূহুর্তে ইস্টবেঙ্গল বহু বাঁধাবিপত্তি কাটিয়ে আইএসএলে নাম তুলতে সক্ষম হয়েছে। এরপরই একের পর এক চমক দিচ্ছে শতবর্ষে পড়া লাল হলুদ ক্লাব। গতকালই ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) বড় ক্লাব লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাওলারকে কোচ হিসেবে নিয়োগ করে ইস্টবেঙ্গল। এবার তাঁরা সই করাল ইপিএলের দুটি ফুটবলারকে। ফাওলারের হাত ধরেই তাঁরা ইস্টবেঙ্গলে আসতে চলেছে। এটিকের মার্কি ফুটবলার রবি কিনের বন্ধু তথা আয়ারল্যান্ডের জাতীয় দলের ফুটবলার অ্যান্থনি পিলকিংটন। এই উইঙ্গার রবি কিন ও ফাওলারের পরামর্শেই ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করলেন বলে জানা যাচ্ছে।
অন্যজন হলেন ব্রিটিশ ফুটবলার ড্যানিয়েল ফক্স। তিনি ইপিএল ক্লাব উইগান অ্যাথেলেটিকের নির্ভরযোগ্য ডিফেন্ডার। তিনিও স্কটল্যান্ডের জাতীয় দলের নিয়মিত সদস্য। ফক্স রবি ফাওলারের সঙ্গে কথা বলে ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করেন। জানা যাচ্ছে ফ্রি উইন্ডোর সুযোগেই দু’জনকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। দুজনের একসঙ্গে সই হওয়াতে অনুমান করা যাচ্ছে কোচ ফাওলারের সঙ্গেই তাঁরা কলকাতায় আসবেন। অপরদিকে দেশীয় ফুটবলারদের মধ্যেও চমক দিল ইস্টবেঙ্গল। জাতীয় দলের স্ট্রাইকার জেজে-র সঙ্গে পাকা কথা বলে ফেলল লাল-হলুদ। খুব শীঘ্রই তিনি ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করতে চলেছেন।
Post a Comment
Thank You for your important feedback