রাস্তায় আইন অমান্য করলে ট্রাফিক পুলিশে কর্তব্যরত কর্মীরা গাড়ি দাঁড় করিয়ে জরিমানা করেন। এই দৃশ্য প্রায়ই দেখা যায় যে কোনও বড় রাস্তার ধারে। আবার কখনও কখনও অবাধ্য গাড়িকে আটকাতে গিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ দুর্ঘটনার মুখে পড়েছেন সেটাও হয়েছে। কিন্তু দিল্লিতে যেটা ঘটল সেটা কার্যত হাড়হিম করা ঘটনা। এক ট্রাফিক পুলিশকে গাড়ির বনেটে নিয়েই দিল্লির ব্যস্ত রাস্তায় ছুটল একটি গাড়ি। প্রায় ৪০০ মিটার বনেটে ঝুলন্ত পুলিশকর্মীকে নিয়ে ছোটার পর রাস্তাতেই ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চম্পট দেয় চালক। আর এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দি হল। যা পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা যাচ্ছে ঘটনাটি দিল্লির ধৌলা কুঁয়া এলাকার। ট্রাফিক আইন অমান্য করায় একটি গাড়িকে আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত পুলিশকর্মী। কিন্তু গাড়িটি না থামিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। ওই পুলিশকর্মী প্রাণ বাঁচাতে কোনও রকমে গাড়িটির বনেটে উঠে যায়। এই অবস্থায় তাঁকে নিয়েই ছুটতে থাকে গাড়িটি। ব্যস্ত রাস্তায় এই দৃশ্য দেখে থমকে যান অনেকেই। এ ভাবে প্রায় ৪০০ মিটার যাওয়ার পর ব্যস্ত রাস্তাতেই পড়ে যান ওই পুলিশকর্মী। আর গতি বাড়িয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক। জানা যাচ্ছে ওই পুলিশকর্মীর নাম মাহিপাল সিং। পরে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ, আটক হয়েছে গাড়িটিও। দেখুন সেই ভিডিও….
#WATCH An on-duty Delhi Traffic Police personnel in Delhi's Dhaula Kuan dragged on the bonnet of a car for few metres after he attempted to stop the vehicle for a traffic rule violation. The car driver was held later.(12.10.20) #Delhi pic.twitter.com/R055WpBm8M
— ANI (@ANI) October 15, 2020
Post a Comment
Thank You for your important feedback