মণীশ শুক্লা খুনে এবার তৃণমূলের দুই নেতাকে তলব করল সিআইডি। দুজনেই বর্তমান পুর প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান। বৃহস্পতিবারই সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস এবং টিটাগড় পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকে তলব করেছে। উল্লেখ্য, মণীশ শুক্লা খুন হয়ে যাওয়ার পর তাঁর বাবা যে এফআইআর দায়ের করেছেন তাতে অভিযুক্ত হিসেবে এই দুজনের নাম ছিল। মণীশ খুনের তদন্তে নেমে সিআইডি ২৪ ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করেছিল। মহম্মদ খুররম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করার পর সিআইডি-র দাবি ছিল সেই এই খুনের মাস্টারমাইন্ড। ব্যক্তিগত রাগের জন্যই সে খুন করে টিটাগড়ের এই হেভিওয়েট বিজেপি নেতাকে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলে আগেই দাবি করেছিল পুলিশ। কিন্তু সিআইডি তদন্ত যত এগিয়েছে ততই রাজনৈতিক ব্যক্তিদের নাম সামনে এসেছে। বিজেপির তরফে প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের জন্য শাসকদল তৃণমূলকেই দায়ী করে আসছিল। পরবর্তী সময় মণীশের বাবার দায়ের করা এফআইআরেও কয়েকজন স্থানীয় তৃণমূল নেতার নাম ছিল। তবে সিআইডি এখনও পর্যন্ত মূল খুনি অর্থাৎ সার্পশুটারদের নাগাল পায়নি বলেই জানা যাচ্ছে। তবে সূত্রের খবর, সিআইডি তদন্তকারীরা জানতে পেরেছে এই হত্যাকাণ্ডের রিমোট কন্ট্রোল ছিল বিহারের জেলে বন্দি কুখ্যাত এক দুষ্কৃতীর হাতে। কিন্তু বিহারের আসন্ন ভোট ও আইনি জটিলতায় তাঁকে হাতে পায়নি সিআইডি। তবে তদন্তে উঠে আসছে তৃণমূল নেতাদের নামও। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের দুই পুরসভার বর্তমান পুর-প্রশাসককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। ‘এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়’, বক্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তবে সিআইডি এই দুই তৃণমূল নেতাকে জেরা করে খুনের কারণ সম্পর্কে কিছু জানতে পারে কিনা সেটাই দেখার।
Post a Comment
Thank You for your important feedback