কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন দীনেশ কার্তিক। আইপিএলে বাকি ম্যাচগুলির জন্য তাঁর জায়গায় নতুন ক্যাপ্টেন হলেন ইওন মর্গান। এপর্যন্ত কার্তিক ৭টি ম্যাচে কেকেআরের অধিনায়কত্ব করেছেন। জিতেছেন ৪টি ম্যাচে। টিম এখন রয়েছে চতুর্থ স্থানে। কার্তিকের ব্যক্তিগত ফর্মও ভালো নয়। এপর্যন্ত আইপিএলে কার্তিকের স্কোর ১, ৫৮, ১২, ৬, ১,০,৩০ রান। মর্গান করেছেন ৭ ম্যাচে ১৭৫ রান, গড় ৩৫। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, দীনেশ কার্তিকের এই সিদ্ধান্তে তাঁরা হতবাক। তবে তাঁর ইচ্ছাকে টিম সম্মান করছেন। দলের ভাইস ক্যাপ্টেন তথা ২০১৯ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের ক্যাপ্টেন ইওন মর্গানকে ক্যাপ্টেন করা হচ্ছে। উল্লেখ্য, কেকেআরের পারফর্মান্সের পর দীনেশের জায়গায় মর্গানকে আনার দাবি জোরদার হচ্ছিল সমর্থকদের মধ্যে। তাঁর বেশ কিছু সিদ্ধান্তের জন্য সমালোচিত হচ্ছিলেন কার্তিক। ২০১৮ সাল থেকে কার্তিক ৩৭টি ম্যাচে কেকেআরের অধিনায়কত্ব করেছেন। কেকেআরের সব ক্যাপ্টেনের মধ্যে অধিনায়ক হিসেবে কার্তিকের রেকর্ড ভালো। তিনি টিমের দ্বিতীয় সফল অধিনায়ক। সাফল্যে তাঁর আগে গৌতম গম্ভীর।
📰 "DK and Eoin have worked brilliantly together during this tournament and although Eoin takes over as captain, this is effectively a role swap," says CEO and MD @VenkyMysore #IPL2020 #KKR https://t.co/6dwX45FNg5
— KolkataKnightRiders (@KKRiders) October 16, 2020
Post a Comment
Thank You for your important feedback