স্বপ্নের মায়াসুন্দরী রেখা আজ ৬৬

 

ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী রেখা। পুরো নাম ভানুরেখা গণেশন। ছেলেবেলায় তাঁর বাবা তৎকালীন মাদ্রাজের নামজাদা অভিনেতা জেমিনি গণেশন তাঁর মাকে ছেড়ে চলে যান। তাঁর মাও তামিল অভিনেত্রী ছিলেন। খুব ছোট থেকেই তাঁরা দুই বোনের লড়াই শুরু হয় বেঁচে থাকার। মাত্র ১৫ বছর বয়সে সিনেমায় প্রবেশ কিন্তু প্রথম ছবিতেই বাঙালি অভিনেতা বিশ্বজিতের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। সরকারিভাবে তাঁর প্রথম ছবি রিলিজ করে 'শাওন ভাঁদো" ১৯৭০-এ। তারপর শুধু চলা। প্রথম সিনেমা জীবনে তাঁর নায়ক ছিলে ধর্মেন্দ্র, জীতেন্দ্র , নবীন নিশ্চল, পরে আসেন রাজেশ খান্না, সঞ্জীব কুমার এবং শেষে অমিতাভ বচ্চন।অমিতাভ যেমন সুপার ষ্টার ছিলেন রেখা তেমনি মেগা হিরোইন হিসাবে খ্যাতি লাভ করেন। ৭০ এর মধ্যভাগ থেকে অসাধারণ অভিনয় করে ভারতের পয়লা নম্বর নায়িকা হন। বহু পুরস্কারে ভূষিত হন। কিন্তু ব্যক্তিগত জীবনে অত্যন্ত অসুখী ছিলেন। তিনবার নাকি তাঁর বিয়ে হয়, একবার অভিনেতা বিনোদ মেহেরার সাথেও। কিন্তু কোনও বিয়েই টেকে না। গুঞ্জন তিনি জীবনে একজন পুরুষকেই ভালোবেসেছিলেন, অমিতাভ বচ্চন। আজ রেখার ৬৬ তম জন্মদিন। কিন্তু আজও রূপ ও যৌবনের দিকে তিনি অনন্যা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post