বলিউডের দাবাং খান সলমন তাঁর নতুন ছবি রাধের খবরের শিরোনামে। এই ছবির অ্যাকশন সিকোয়েন্সের জন্য দক্ষিণ কোরিয়ার বিখ্যাত স্টান্টম্যান কোন-তায়ে-হো কে ভারতে উড়িয়ে এনেছেন। এর আগে রণদীপ হুডাকে ট্রেনিং দেওয়ার জন্য ২০১৯ এও মুম্বই এসেছিলেন কোন-তায়ে-হো। ড্রাগ মাফিয়ার সঙ্গে লড়াইয়ে সলমন কী করবেন রাধেতে তাই তুলে ধরা হয়েছে বলে খবর। ছবি সলমনের সঙ্গে রণদীপ হুডার দারুণ অ্যাকশন সিকোয়ন্স রয়েছে। সলমনের বিপরীতে থাকবেন অভিনেত্রী দিশা পাটানি। এই ছবিতে জ্যাকি শ্রফকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। লকডাউনের জেরে ছবির শ্যুটিং বন্ধ থাকলেও এখন জোরকদমে চলছে ছবির কাজ।
Post a Comment
Thank You for your important feedback