ভোররাতে এলআইসি বিল্ডিংয়ে আগুন, অগ্নিদগ্ধ তিন

রবিবার রাত তিনটে নাগাদ আচমকা আগুন লাগল কলকাতার প্রাণকেন্দ্র চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এলআইসি বিল্ডিংয়ে। ওই অফিসের চারতলায় একটি ক্যান্টিনেই প্রথম আগুন লাগে বলে জানা যাচ্ছে। একটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে দাবি ওই অফিসের কর্মীদের। এরপরই কালো ধোঁয়ায় ভরে যায় চারপাশ। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ওই বিল্ডিংয়ে কর্মরত মানুষের দাবি, ভোররাতে আচমকা বিস্ফোরণের শব্দ ও আটকে পড়া মানুষজনের চিৎকার শোনা যায়। এরপরই কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। দ্রুত ১০০ ডায়াল করে পুলিশে খবর দেওয়া হয়। এরপরই খবর যায় দমকলে। তিনজনকে চারতলার ওই ক্যান্টিন থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে কি থেকে বিস্ফোরণ হয়েছে সেটা জানতে পারেনি পুলিশ ও দমকল। রবিবারই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post