ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে ৭০ লাখ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম মহারাষ্ট্রকে পিছনে ফেলে দৈনিক সংক্রমণের নিরীখে শীর্ষে উঠে এল দক্ষিণের রাজ্য কেরল। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্য দিকে, মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪১৬ জন। তবে মোট আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র অবশ্য এখনও শীর্ষেই রয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ৪৩৪ জন। মৃত্যু হয়েছে ৪০ হাজার ৪০ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৬০ লাখের বেশি করোনা রোগী। প্রথম দিন থেকে আজ পর্যন্ত মোট ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৯৬ জন। সুস্থতার হার খুবই সন্তোষজনক, ৮৬.১৭ শতাংশে। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ বলেই উঠে আসছে কেন্দ্রীয় তথ্যে। অপরদিকে এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি ২ লাখ ১৪ হাজার ৩৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, ভারতে মৃতের মোট সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৮ জন।
Post a Comment
Thank You for your important feedback