ফের চাকিংয়ের অভিযোগ নারাইনের বিরুদ্ধে, বিপাকে KKR

ফের ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি, সেই সঙ্গে ফের হারল ধোনির চেন্নাই সুপার কিংস। ৩৭ রানে চেন্নাইকে হারিয়ে দিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। ধোনিকে টেক্কা দিয়ে এই ম্যাচে রান পেলেন বিরাট। শনিবার সন্ধ্যায় ক্রিকেটপ্রেমীরা টিভির সামনে বসেছিলেন প্রাক্তন ও বর্তমান ভারত অধিনায়কের লড়াই দেখতে। কিন্তু ফের ব্যর্থ হলেন ধোনি। এদিন প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু তোলে ১৬৯ রান। একসময় মনে হচ্ছিল তাঁরা বেশি রান তুলতে পারবে না। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি আরসিবি ইনিংসকে টেনে নিয়ে গেলেন। কোহলি ৫২ বলে অপরাজিত ৯০ রানের এক অসাধারণ ইনিংস খেললেন। মূলত তাঁর ব্যাটেই ভর করে আরসিবি ১৭০ রানের টার্গেট দিল চেন্নাইকে। স্বামীর এই রূপকথার ইনিংস গ্যালারিতে বসে দেখলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অনুস্কা। বিরাটের ইনিংসের ফাঁকে ফাঁকেই তাঁকে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল এদিন। এমনকি আবেগে ভেসে বিরাটের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিতেও দেখা গেল অনুস্কাকে। উল্লেখ্য আইপিএল শুরুর আগেই বিরাট কোহলির সঙ্গে দুবাই পৌঁছেছিলেন অনুষ্কা শর্মা।
১৭০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে চেন্নাই। তারকা খচিত ব্যাটিং লাইনআপ থাকা সত্বেও এদিন ফের ব্যর্থ হল তাঁরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে থেমে যায় চেন্নাই সুপার কিংস। ফলে ম্যাচ হারল ৩৭ রানে। এদিনও ব্যর্থ হলেন এমএস ধোনি। ৬ বলে ১০ রান করেই আউট হলেন তিনি। রান করতে পারেননি ওয়াটশন (১৪), ডুপ্লেসি (৮), রবীন্দ্র জাদেজা (৭) এবং ডোয়েন ব্রাভো (৭)। কিছুটা লড়াই দিলেন আম্বাতি রায়াডু (৪৩) এবং নারায়ন জগদিসন (৩৩)। বেঙ্গালুরুর ক্রিশ মরিশ তুলে নিলেন তিন উইকেট। বলাই বাহুল্য ম্যাচের সেরা বিরাট কোহলি।র

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post