বিজেপির অভিযানের আগে ঘোষণা, কাল, পরশু বন্ধ নবান্ন

সাধারণত শনিবার ছুটির দিন নবান্ন স্যানিটাইজ করা হয়। কিন্তু বুধবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, এবার বৃহস্পতিবার ও শুক্রবার নবান্ন বন্ধ থাকছে স্যানিটাইজেশন। রাজ্য সরকারি কর্মচারীদের ওই দুইদিন নবান্নে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান। অন্যদিকে, বিজেপির যুব মোর্চার নবান্ন চলো-য় অংশ নিতে এদিনই কলকাতায় এসেছেন দলের সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সম্পাদক তেজস্বী সূর্য। তিনি বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি। এই অভিযানে অংশ নেবেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো সব নেতাই। শহরের চারটি জায়গা থেকে বেরোবে মিছিল। তার আগে বুধবার সন্ধেয় কলকাতার বিজেপির সদর দফতর এবং হেস্টিংস থেকে দুটি মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তবু মিছিল হবে বলেই দাবি করেছেন দলের নেতারা। তাদের সাতদফা দাবির মধ্যে রয়েছে মূলত রাজ্যের বেকারদের চাকরি। নবান্ন বন্ধ করা নিয়ে বিজেপি বলেছে, তাদের অভিযানকে ভয় পেয়েই নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post