রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন নেইমার

 

দেশের হয়ে সর্বোচ্চ গোলের দিক থেকে ব্রাজিলের নেইমার পিছনে ফেললেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। লিমায় ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে পেরুর সঙ্গে ম্যাচে ৪-২ জয়ের পরই এই রেকর্ড এল নেইমারের হাতে। নেইমার হ্যাটট্রিক করেছেন। ফলে তাঁর আন্তর্জাতিক গোল হল ৬৪। তাঁর আগে রয়েছেন কেবল কিংবদন্তি পেলে। পেলের গোলের সংখ্যা ৭৭। পেরুর সঙ্গে ম্যাচের শেষদিকে কার্লোস জামব্রানো রেড কার্ড দেখার ফলে পেরুকে খেলতে হয়েছে ১০ জনকে নিয়ে। প্রথমার্ধে একটি স্পটকিক থেকে গোল করেন নেইমার। শেষদিকে গোল কররেন পেনাল্টি থেকে। তৃতীয় গোলটি আসে ইনজুরি টাইমে। এনিয়ে দুই ম্যাচে দুটি জয় পেল ব্রাজিল। পরের খেলা ভেনেজুয়েলা আর উরুগুয়ের সঙ্গে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post