মোবাইলের তেজষ্ক্রিয়া ঠেকাবে গোবর

 

তেজষ্ক্রিয়া বা রেডিয়েশনে ভয় নেই। কেবল গোবর লাগান। গোবরই তেজষ্ক্রিয়া থেকে বাঁচাবে। এমনই দাবি রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া। তিনি গোবর থেকে তৈরি করা একটি চিপও উগ্বোধন করেছেন। তাতে মোবাইল ফোনে রেডিয়েশন কমাবে এবং রোগ থেকে বাঁচাবে বলে তাঁর দাবি। এই চিপের নাম দেওয়া হয়েছে গোসত্ত্ব কবচ। সেটি তৈরি করছে রাজকোটের শ্রীজি গোশালা। কামধেনু দীপাবলি অভিযানের সূচনা করেছেন তিনি। এই অভিযানে গোবরজাত জিনিসের মাহাত্ম্য তুলে ধরা হবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত কামধেনু আয়োগ কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের অধীনে। তারা গোবরের ব্যবহারে উৎসাহ দেয়। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post