পাক অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে পাকিস্তান

ভারত-চিন সীমান্তে একদিকে ভারতীয় সেনার ওপর চাপ রেখে লাদাখে সৈন্য সমাবেশ করেছে চিন। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) আজও মুখোমুখি দাঁড়িয়ে দু’দেশের সেনা। সীমান্তের ওপারে নিজেদের ভূখণ্ডে সৈন্য ও অস্ত্র মজুদ করেছে বেজিং। অপরদিকে ভারতকে আরও চাপ দিতে এবার বন্ধু পাকিস্তানকে হাতিয়ার করল তাঁরা। পাক অধিকৃত কাশ্মীরে চিনের সহায়তায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র-সহ নানা সামরিক পরিকাঠামো বানাচ্ছে পাক সেনা। ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW) সম্প্রতি এমনই এক রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় সরকারের কাছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করছে পাকিস্তান। যা পাক অধিকৃত কাশ্মীরের লাসাডন্না ঢোক অঞ্চলে তৈরি হচ্ছে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, চিনের পিপলস লিবারেশন আর্মি বা লালফৌজ এই ঘাঁটি তৈরির যাবতীয় সহায়তা দিচ্ছে পাকিস্তানকে। ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করতে প্রায় ১৩০ জন পাক সেনা ও ৪০ জনের মতো শ্রমিককে কাজে লাগানো হয়েছে বলেই জানতে পেরেছে RAW-এর গোয়েন্দারা। তাঁরা আরও জানতে পেরেছেন, পাক অধিকৃত কাশ্মীরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের মূল দায়িত্বে থাকবেন লালফৌজের তিন অফিসার সহ ১০ জনের একটি দল। ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আসলে বিমান হানা প্রতিরোধের জন্যই ব্যবহার করা হয়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (LoC) আশেপাশে আরও দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করছে পাকিস্তান। সেগুলি হতে পারে পাক অধিকৃত কাশ্মীরের হট্টিয়ান বালা জেলার চকোঠী, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঝিলম জেলার চিনারীতে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post