উৎসবের মরসুম আসন্ন। হাতে আর মাত্র কয়েকটি দিনই সময়। করোনা আবহের মধ্যেও আমরা প্রত্যেকেই কোভিড প্রোটোকল মেনে পুজোর আনন্দে মাততে আমরা সকলে প্রস্তুতি নিচ্ছি। পুজোর কেনাকাটা থেকে শুরু করে রূপচর্চা সবই চলছে নিয়ম মেনে। কিন্তু পুজোর দিনগুলোতে ঘুম থেকে উঠে যদি দেখেন মুখে একটা ব্রণ উঁকি দিচ্ছে মনটা সত্যিই খারাপ হয়ে যায়। সত্যিই তো সমস্যার বিষয়। তবে এ সমস্যারও উপায় আছে। মাত্র ১ দিনেই ব্রণকে বাই বাই বলতে পারবেন। কীভাবে? আপনাদের জন্য থাকল বেশ কিছু উপায়।
১. শশা গ্রেট করে মুখে লাগিয়ে মিনিট ২০ পর ধুয়ে ফেলুন।
২. টুথপেস্ট ব্রণর স্থানে লাগিয়ে রেখে দিন। কিছুক্ষন পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩. গ্রিন টি গরম জলে ভিজিয়ে, ঠান্ডা করে তুলো দিয় ব্রণর জায়গায় লাগান। ফল পাবেন হাতা নাতে।
৪. কাঁচা রসুনও খুবই উপকারী। রসুনের রস লাগান ব্রণর স্থানে। পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন।
Post a Comment
Thank You for your important feedback