রাস্তা ও পাবলিক প্লেস আটকে রেখে অনির্দিষ্টকাল আন্দোলন চলতে পারে না। শাহিনবাগে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছে। বিচারপতি এস কে কলের তিন সদস্যের বেঞ্চ আজ মন্তব্য করে, জনসভা বন্ধ করা যায় না। কিন্তু তা হবে নির্দিষ্ট জায়গায়। যাতায়াত অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যায় না। এদিন বেঞ্চের আরও জানায়, বিরোধিতা ও গণতন্ত্র দুটোই বজায় রাখতে হবে। শাহিনবাগের এই আন্দোলন কোনও সমাধান বের করে আনতে পারেনি। করোনা মবহামারীর জন্য জায়গা খালি হয়েছে। গতবছর ১৫ ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় শাহিনবাগে। তার জেরে পূর্ব দিল্লির মানুষজন অসুবিধায় পড়েছিলেন। তবে আন্দোলনকারীদের দাবি, রাস্তা আটকেছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback