বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এখন আগের থেকে অনেকটা ভালো আছেন। করোনা মুক্ত হওয়ার পরই তিনি চিকিৎসায় সারা দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তাঁকে কোভিড ওয়ার্ড থেকে সরিয়ে জেনারেল আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। ৮৫ বছরের এই প্রবাদপ্রতিম অভিনেতার মিউজিক থেরাপি চলছে বলেও জানিয়েছে হাসপাতাল। শুক্রবার সকালে হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, আগের থেকে অনেকটা ভালো আছেন সৌমিত্রবাবু। গত ৪০ ঘণ্টায় আর তাঁর জ্বর আসেনি। লিভার, কিডনি, হার্ট সব স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবং তাঁর অক্সিজেনের স্যাচুরেশন ৯৬ শতাংশের বেশি রয়েছে। মাত্র ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্ট তাঁকে দিতে হচ্ছে বর্তমানে। তাঁর সোডিয়াম ও পটাসিয়ামের মাত্রাও স্বাভাবিক হয়েছে।তাঁর চিকিৎসার জন্য ৪০ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সব রকমের চিকিত্সা দেওয়ার পাশাপাশি শুরু করা হয়েছে মিউজিক থেরাপিও। তিনি যে ধরনের গান পছন্দ করেন, যেমন রবীন্দ্রসঙ্গীত ও তাঁর ফিল্মের গান, সেগুলি শোনানো হচ্ছে তাঁকে। তাতেও তিনি ভালোই সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার তাঁর আরও কয়েকটি শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল দলের চিকিৎসকরা।
Post a Comment
Thank You for your important feedback