এলিয়ট রোডে এক বাড়ি থেকে উদ্ধার ১.৬২ কোটি নগদ টাকা

ঠিক পুজোর মুখেই কলকাতার এলিয়ট রোডের একটি বাড়িতে হানা দিয়ে কলকাতা পুলিশের এসটিএফ বিপুল পরিমান নগদ টাকা উদ্ধার করল। এসটিএফ সূত্রে জানা গিয়েছে প্রায় ২ কোটি টাকা নদদ উদ্ধার হয়েছে ওই বাড়ি থেকে। এছাড়াও মিলেছে প্রচুর পরিমান সোনার গয়না ও ল্যাপটপ। মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতেই একটি সুটকেসে লুকোনো ছিল নগদ ১ কোটি ৬২ লাখ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতেই ওই বাড়িতে হানা দেয় এসটিএফ।

যদিও বাড়ির মালিক মহম্মদ ইমরান তাঁর আগেই চম্পট দেয় বলে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ নগদ অর্থ ঠিক কী কারণে মজুত করা হয়েছিল সেটা নিয়ে ধোঁয়াশা কাটেনি। পুলিশ সূত্রে খবর, মহম্মদ ইমরানের খোঁজে তল্লাশি চলছে। তাঁকে নাগালে পেলেই রহস্যের পর্দাফাঁস হতে পারে। এই বিষয়ে ওই বাড়ির অন্যান্য সদস্যরাও অন্ধকারে। তাঁরাও বলতে পারেননি কোথা থেকে এল এই টাকা ভর্তি সুটকেস। অপরদিকে, কলকাতার স্ট্রান্ড রোড থেকে বেআইনি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতের নাম সুজাত গোস্বামী এবং মহম্মদ শাহিদ। দুজনেরই বাড়ি হুগলির শ্রীরামপুরে। তাঁরা কোথা থেকে এবং কাদের কাছে অস্ত্র নিয়ে যাচ্ছিলেন সেটা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post