জেসিবি মেশিন দিয়েই নিজের পিঠ চুলকালেন এক ব্যক্তি, দেখুন ভিডিও

ইন্টারনেটের দূনিয়ায় কত কিই না জানা যায়, দেখা যায়। আর মাঝে মধ্যেই কিছু ভিডিও বা ছবি তুমুল ভাইরাল হয়। যেগুলি নিয়ে শোরগোল পড়ে যায় বা হাসির রোল ওঠে নেটপাড়ায়। এরমকই এক তাজ্জব ভিডিও এল ফেসবুকে। আর ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হল। কী এমন আছে ওই ভিডিওতে। মাটি খোঁড়ার জেসিবি মেশিন অদ্ভুতভাবে ব্যবহার করলেন এক ব্যক্তি। মাত্র ৪১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা গেল জেসিবি মেশিন দিয়েই নিজের পিঠ চুলকিয়ে নিলেন এক ব্যক্তি।

যা দেখার পর হতভম্ব নেট-নাগরিকরা। ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে কোনও এক নির্মানস্থলে মাটি খোঁড়ার কাজ করছিল একটি জেসিবি মেশিন। পাশের এক ব্যক্তি গামছা দিয়ে নিজের পিঠ চুলকে নিচ্ছিলেন। কিন্তু তাতেও তাঁর শান্তি না হওয়াতে জেসিবি মেশিনের অপারেটরকে কিছু বলে মেশিনের সামনে পিছন ফিরে দাঁড়ান তিনি। আর ওই জেসিবি মেশিন দিয়েই আরাম করে নিজের পিঠ চুলকে নিলেন তিনি। এই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট নাগরিকরা। দেখুন সেই ভিডিও…

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post