হাতরাস নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন বিজেপির কেন্দ্রীয় কমিটি নরেন্দ্র মোদি,রাজনাথ সিং, জে.পি.নাড্ডার সাথে যোগী আদিত্যনাথকেও বিহার ভোট প্রচারের দায়িত্ব দিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে,যোগীর সাধু ইমেজ, দেহাতি কথা এবং রাজপূত ভোটের দিকে তাকিয়ে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আর অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকা হচ্ছে না। অবশ্য মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরানবিশকেও প্রচারের দায়িত্ব দেওয়া হচ্ছে কারণ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সেন্টিমেন্ট বিহারবাসীকে ক্ষুব্দ করেছে। ইতিমধ্যে নাড্ডা প্রচার শুরু করে দিয়েছেন। তিনি বলছেন, মোদি এবং নীতীশই বিহারের উন্নয়ন করেছেন, আরও করবেন।|
Post a Comment
Thank You for your important feedback